@             অবেলায় এলে
              অজিত কুমার কর


          ভেবে ভেবে হয়েছি আকুল
অবেলায় কেন এলে  শুধু ব্যথা দিয়ে গেলে
  জানিনা কী সুখ পেলে ক'রে শোকাকুল
           ঝরে গেছে মালার বকুল।
দিয়েছি শুধুই দুখ       দেখেছো বিষণ্ণ মুখ
       অতি দীন অনিকেত মলিন বসন
কীবা দিন কীবা রাত   অগোচরে অশ্রুপাত
      দুর্ভাগ্য আমার সাথি জীবন এমন।


          ছিল না তো এর প্রয়োজন
হারায়েছে নদী পথ    ভুলে গেছ সে' শপথ
        এখন প্রদোষকাল বিপর্যস্ত মন
            পৌঁছে গেছে বিক্রান্ত শমন।
চির বিদায়ের ক্ষণে   রেখেছো আমায় মনে
      এটাই সান্ত্বনা শুধু এসেছিলে পাশে
নূপুরের ধ্বনি শুনি         অন্তিম প্রহর গুনি
      ভরে গেছে চারিদিক পুষ্পের সুবাসে।