ফিরবে কবে মতিগতি
করবি কত নিজের ক্ষতি
                ফুটছে মুখে খই,
কী কথা তোর গজায় মনে
উড়ে বেড়াস কোন কাননে
                খোলাই থাকে বই।


মনে আমার রয় না কেন
হারিয়ে যায় কোথায় যেন
               মেধা আমার কম,
সরস্বতী দেয়নি ধরা
তাইতো চলে এমন খরা
               পড়ি তো হরদম।


পরীক্ষাতে প্রশ্ন পেয়ে
অশ্রু ঝরে কপোল বেয়ে
              দেখি এ কার মুখ,
বীণাপাণি পার্শ্বে আমার
খুলে গেল রুদ্ধ দুয়ার
             শিরে স্পর্শসুখ।


দাদু-দিদার হর্ষ রাশি
মা'র মুখেও ফুটল হাসি
            যেই বেরল ফল,
মা সারদার অসীম কৃপা
পাস করেছে মণিদীপা
            নয়নভরা জল।