দোকানটা বেশ চলত ভালো বউ সুরমার গুণে
ওলাউঠাতে মরল হঠাৎ বিগত ফাল্গুনে।
যা আয় হ’ত চলে যেত এখন অথই জলে
প্রশংসা ওর ক’রত লোকে লক্ষ্মীমন্ত বলে।


ঘুমের ঘোরে স্বপ্ন দেখে বউ এসেছে কাছে
বলল ডেকে  ‘যাইনি ওগো, আছি তেঁতুল গাছে।
তেলেভাজার উপকরণ আজকে আন কিনে
চপ ফুলুরি ভেজে দেবো বেচবে তুমি দিনে।’


আনল কিনে পেঁয়াজ বেগুন খুব সকালে উঠে
একাদশী যত্ন করে রাখল কেটেকুটে।
রাত্রে এসে উনুন জ্বেলে বসল রান্নাঘরে
এক নিমেষে ভেজে দিয়ে পড়ল কোথায় সরে।


মুড়ির সাথে চপ পিঁয়াজি এলাইচি-চা শেষে
তৃপ্তিভরে খেয়ে সবাই ফিরল হেসে হেসে।
বিক্রিবাটা বাড়ছে রোজই প্রেতাত্মারই গুণে
একাদশীর ফুটল হাসি প্রশংসা সব শুনে।


মনমুকুরে আঁকা আছে সুরমার সেই ছবি
মুক্তোঝরা উজল হাসি যেমন প্রভাতরবি।
কপালগুণে পেয়েছিল এমন গুণী মেয়ে
একাদশীর ভাগ্যাকাশে সর্বদা রয় ছেয়ে।