@   অদেখাই রয়ে গেল সপ্ত রঙের বর্ণালি
                 অজিত কুমার কর


অস্তরবির রঙের ছটায় আকাশ লালে লাল
  উল্লসিত জলপ্রপাত, পাহাড়ে লাল শাল!
           কী অপরূপ লাগছে দেখে
             সবটুকু রং দেবে ঢেকে
একটু পরে নামবে যখন কঠিন প্রদোষকাল।                  


রইলে পাশে দেখতে পেতে প্রকৃতির কী রূপ!
আসছে ভেসে পাখির কূজন চরাচর নিশ্চুপ।
           এখন তুমি কোথায় আছো
          দেখতে পেতে জলের নাচও
মহুলগন্ধে ভরা বাতাস জ্বালেনি কেউ ধূপ।                    


ডাক দিয়েও পাইনি সাড়া একলা এলাম তাই
    পৌঁছে দেখি শূন্য ভুবন জনমানব নাই।
             দিগন্তে যেই পড়ল ঢলে
              তখনই রং ধরল জলে
তোমার কথা পড়ল মনে, কিন্তু কোথায় পাই।


মন-ক্যামেরায় ধরে রাখি চোখ বুজে পাই সুখ
প্রকৃতি মা'র এই উপহার ভোলায় যত দুঃখ।
           গাছের পাতায় রঙের ছোঁয়া
             যেন সোনার জলে ধোয়া
সাঁঝের আগে রাঙিয়ে দিতে করে না ভুলচুক।
                      ***