*                 কঠিন প্রশ্ন
               অজিত কুমার কর


লঙ্কা কী খুব বেশি ফলে তাই কি নাম শ্রীলঙ্কা?
শুধায় গিয়ে সেদিন সাঁঝে ক্লাস ফাইভের বঙ্কা।
              সরস্বতী সিঁটিয়ে থাকে
               অদ্ভুতুড়ে প্রশ্ন তাঁকে?
ক'জনই বা জবাব জানে, মানহানির আশঙ্কা!


বলবে আবার, নীরব কেন প্রশ্ন কী খুব শক্ত ?
             কালিঘাটে আছে কালী
           তৃতীয়ার চাঁদ কুমড়োফালি
  দোষ দিয়ো না আমি কিন্ত ভূগোল অনুরক্ত
    সরস্বতী হাসল শুধু, বঙ্কা যে তাঁর ভক্ত।