*               শুদ্ধিকরণ
            অজিত কুমার কর


গ্রীষ্মে কাতর শীতে কাবু কেবল মানুষ
সহ্যশক্তি অতীব ক্ষীণ মেকি জৌলুস।
          পশুপাখি কীটপতঙ্গ
       ত্বক-পালকে ঢাকা অঙ্গ
জন্মসূত্রে যা পেয়েছে সেটাতেই খুশ।


  মানবমনে অসন্তোষের বাতাবরণ
       প্রত্যাশা যে আকাশছোঁয়া
      সবকিছু নয় হাতের মোয়া
সমব্যথী বিরল অতি, কেন এমন !
এসব থেকে মানবজাতির চাই উত্তরণ।