*             কুন্দকলিকা


   প্রথম দর্শনে আজি চিত্ত বিগলিত
ফিরাতে পারিনি চোখ আমি পুলকিত।
           অনন্যা প্রিয়দর্শিনী
           সুগন্ধি কুন্দনন্দিনী
   আমার অচেনা নয় পূর্ব পরিচিত।


   অজান্তে কীভাবে হয় প্রেম পরিচয়!
           দুলে দুলে ওঠে হিয়া
           শুচিস্মিতা মরমিয়া
     নৈসর্গিক পরিবেশ ভুলিবার নয়
   মুহূর্তে অবলীলায় চিত্ত করো জয়।
                    ***


                         মুখোশ


অভিজ্ঞতা কম হলো না দেখছি সবার কেরামতি
যখন যে দল ক্ষমতাসীন স্বরূপ প্রকাশ দ্রুত অতি।
                সর্বক্ষেত্রে ঘোরায় ছড়ি
                বলে, দেশের জন্য লড়ি
দলের স্বার্থ প্রাধান্য পায়, হোকনা জনগণের ক্ষতি।


কোনো দলের তোষণ নীতি পাছে হারায় অমন গদি
                 কোনো গোষ্ঠী মাতোয়ারা
                   ধর্ম বিচার করে তাঁরা
সুড়সুড়ি দেয় হাওয়ায় ভাসায়, গরিষ্ঠতা হারায় যদি
    এটাই আমার উপলব্ধি জীবদ্দশায় অদ্যাবধি।
                         ####