*                         প্রত্যাশা


চিঠি পেলাম, পাঠিয়ে দিলাম ভালোবাসার ডালি
আর পাঠালাম রোদের সাথে চন্দ্রিমা একফালি।
               বসে আছি শোনার আশায়
                সরোদ কেন বাজে না হায়
সুর ছাড়া তো ভিজে না এই হৃদয়-মরুর বালি।


  উজাড় করে দিলাম আমি সবুজ ভালোবাসা
                 যা রোদ ছিল সব দিয়েছি
                   দিয়েছ যা তাই নিয়েছি
সরোদ না হয় সেতার বাজাও অনিন্দ্য ওর ভাষা
  মেঘমল্লার বা বাগেশ্রী করবে পূরণ আশা।