কার সেবা কেবা করে ঠেকে গেছি তীরে
তুমিই ফিরালে প্রাণ অবসন্ন দেহ
সুশীতল করস্পর্শ, পার্শে নাহি কেহ
দিবস ফুরিয়ে এল প্রশান্তি সমীরে।
আবির ছড়িয়ে রবি অস্ত গেল ধীরে
মনে পড়ে আঁধারিতে জননীর স্নেহ
কোথায় হারিয়ে গেছে শূন্য আজি গেহ
ঠাঁই নাই ধরণিতে কোথা যাব ফিরে।


ক্লান্তিতে দু’চোখ বোজে স্বপনে বিভোর
স্মৃতিপটে উদ্ভাসিত দুরন্ত শৈশব
ভরসা জোগাত মাতা ‘ভয় কী রে তোর’
সম্মুখে বিক্ষুব্ধ নদী করাল ভৈরব।
জননী দর্শন দিয়ে মন্ত্র দিল কানে
সুখ দুঃখ ক্ষণিকের শান্তি থাকে প্রাণে।