নিভে গেল দীপশিখা প্রভাত-সমীরে
শোকস্তব্ধ বঙ্গবাসী অকাল প্রয়াণে
রুদ্ধ হয়ে গেল কণ্ঠ ব্যথা জননীরে
শূন্যতা অপূরণীয় বাংলা লোকগানে।
বসন্ত কোকিলহারা ওঠে না লহরি
বৈশাখী ঝড়ের রোষে ছিঁড়ে গেল রাখি
বিধাতা কেমন তুমি, ছিলে তাঁরে ধরি
তবুও আগল খুলে গেল উড়ে পাখি!


দোহার এগিয়ে যাবে সুনির্দিষ্ট পথে
রহিবে হৃদয় জুড়ে যাবে না হারিয়ে
দেখিবে সকলি তুমি চড়ে পুষ্পরথে
দুর্গম দুস্তর পথ যাবে সে পেরিয়ে।
বাঁশরি তুলিবে সুর তোমার স্মরণে
শিল্পীরা প্রোজ্জ্বল ভবে জীবনে মরণে।


(কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মরণে )