সাতসকালে কীসের আওয়াজ!
আকাশ যেন পড়ল ভেঙে
ওখানটাতে যারাই ছিল
শরীর তাদের উঠলো রেঙে।


প্রাণ হারাল একটি কুঁড়ি
ক’দিন পরে দুর্গাপূজা
রংবেরঙের পোশাকগুলো
পরবে কে মা দশভূজা?


বুদ্ধ গান্ধি জিশুর বার্তা
আজকে মানুষ গেছে ভুলে
তার বদলে ছুঁড়ছে বোমা
আর নিয়েছে অস্ত্র তুলে।


হারিয়ে গেছে ভালোবাসা,
অহিংসা আর প্রেমের বাণী,
পথেঘাটে হুমকিবাজি
চলছে কেবল হানাহানি।