ব্রহ্মপুত্র ধুইয়ে দিল দাগ
চরের বালি রক্তরাঙা, অকাল হোলির ফাগ।


খবর শুনে মানুষ হতবাক
কীসের জন্য চরম শাস্তি, ছুটল গুলির ঝাঁক?


জীবনহরণ অতি ঘৃণ্য কাজ
গায়ে নাকি ওদের ছিল ফৌজি সেনার সাজ!


মাতল কারা নৃশংস হত্যায়
আলফা-বিটা-গামা-ডেল্টা নেয়নি কেহ দায়।


জীবনের কি ক্ষতিপূরণ হয়
তাও কেবল অর্থ দিয়ে, না কখনও নয়।


জ্বালিয়ে ছিল লোকদেখানো ধূপ
পাঁচ ছ’টা দিন বাজার গরম তারপরে নিশ্চুপ।


সময়ে সব ঠাণ্ডা হয়ে যায়
কারা ওদের হত্যাকারী জানার কী উপায়!


এভাবেই কি ঝরেই যাবে প্রাণ!
তিড়িংবিড়িং লম্ফঝম্প মুখে ভোটের গান।