আকাশভরা লক্ষ তারা
অজিত কুমার কর


কথাগুলো সুর পেয়েছে মেলেছে তাই ডানা
কোথায় এখন স্রষ্টা-শিল্পী ঠিকানা নেই জানা।
হাতের ছোঁয়ায় ভেসে ওঠে সুর ও গানের কলি
'সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি'।


'তুমি আমার চিরদিনের' যখন হল শুরু
সুরের গায়ে প্রাণের পরশ শিউলি ঝুরুঝুরু।
মান্না দা আর সন্ধ্যা দিদি দুজন পাশাপাশি
আমরা তখন নিরব শ্রোতা শুনতে ভালবাসি।


তারায় ভরা সুরের আকাশ শ্যামল-তরুণ-লতা
কিশোরকুমার-শচীন-রাহুল ছড়ায় প্রসন্নতা।
মাথার ওপর লক্ষ তারা ওদের কজন চিনি?
ওদের আলোয় আলোকিত নন্দিত নন্দিনী।


আত্মা যেমন অবিনশ্বর কথা-সুর কালজয়ী
ঋদ্ধ করে গেছেন ভুবন শ্রীমান ও শ্রীময়ী।
আলি আকবর-আল্লারাখা-মেনুহীন-বালসারা
ধরাছোঁয়ার বাইরে ওরা, দূর আকাশের তারা।


হারায় না সুর অটুট আছে ইচ্ছে হলেই শুনি
শুনতে চাইলে শুনিয়ে দেবো তোমাকে এক্ষুনি।
শিল্পী অমর স্রষ্টা অমর বিলীন কেবল দেহ
রইবে বেঁচে অনন্তকাল নেই কোনও সন্দেহ।


© অজিত কুমার কর