*
উদার আমার মন          সঞ্চিত যেটুকু ধন
         দিয়েছি অকুণ্ঠচিতে বিলিয়ে
ধরণি আমার মাতা      ভূধরে আসন পাতা
        সাগরের বুকে যাবো মিলিয়ে।


ঢাল বেয়ে নামে জল    দিবানিশি আবিরল  
           সূর্যতাপে রূপান্তর তরলে
রূপোলি চাদর গায়ে       নূপুরের ধ্বনি পায়ে  
         হেলেদুলে নেমে যাই সরলে।


কখনো মন্থর ধারা     এ কাজ হবে না সারা
          কুলবধূ স্নানে যায় দুপুরে
কত কথা ওরা বলে      আমার সরসী জলে
       নদী পেলে যাবে কেন পুকুরে।


নুড়িরা বাহবা দেয়      খোকাখুকু তুলে নেয়
        রাখে ওরা গৃহকোণে যতনে
আমি না রহিলে পাশে  সাধ্যি কার নিয়ে আসে
        শিশুরাই চেনে ওই রতনে।  


আকাশে পূর্ণিমা চাঁদ    পেতে রাখি আমি ফাঁদ
          অঙ্গ ঢাকি সেই রাতে দুকূলে
কপোত কপোতি আসে    মুখচ্ছবি জলে ভাসে
           উদ্ভাসিত যৌবনের মুকুলে।