অক্ষরের তেজ


অন্ধকারাচ্ছন্ন এ দেশ, কত কুসংস্কার
কে সরাবে কুজ্ঝটিকা এ দায়িত্ব কার?
এগিয়ে এলে দৃপ্তপদে তুমি নিঃসংশয়
জ্ঞানের দিয়া জ্বালিয়ে দিল বর্ণপরিচয়।


শিক্ষা আনে প্রসারতা বিশুদ্ধ হয় মন
তোমার হাতে সুধার ভাণ্ড ওটাই সঞ্জীবন।
জাগল পুরুষ, জাগল নারী রাত্রি হলো ভোর
দেশের মানুষ দেখতে পেল 'কথামালা'-র জোর।


অজ্ঞানতাই প্রতিবন্ধক বন্ধ তখন চোখ
একটু একটু বাড়তে থাকে জ্ঞানার্জনের ঝোঁক।
দিনে সূর্য রাতে তারা সাগর সব সময়
কঠিন আবরণে ঢাকা কোমলতার জয়।


বেনিয়মের যুক্তিগ্রাহ্য নিষ্পত্তি সম্ভব
হোক না যতই মোড়লসমাজ বিরুদ্ধে সরব।
নারীর মুখে ফুটল হাসি নয়নে আহ্লাদ
বিধবাদের দুখ বিমোচন নতুনত্বের স্বাদ।


© অজিত কুমার কর