মেঘ আছে তাই আকাশটাকে
দেখায় এত ভালো
সকাল সাঁঝে যখন পড়ে
দিবাকরের আলো।


নিপুণ হাতে কে যে রাঙায়
পাই না হদিস ভেবে
রোজ দুবেলা ভেবে রাখে
কোথায় কী রং দেবে।


অদৃশ্য এক তুলির টানে
বদল ক্ষণে ক্ষণে
আগে থেকে যায় না বোঝা
কী থাকে তার মনে।


মেঘ আছে তাই বৃষ্টি ঝরে
বক্র ধনু ওঠে
রবির আলোর বিচ্ছুরণে
নভের হাসি ফোটে।