প্রিন্সটনে কে ওই বেহালাবাদক,
    শুভ্র কেশ, দৃষ্টি উদাস
         বেদনায় জর্জরিত অন্তর-
জড়িয়ে গেছে যার নাম ধ্বংসের সাথে?


আবিষ্কার উদ্ভাবন কখনও থেমে থাকে না।
   মস্তিষ্কের উর্বরতায়
      আলো পড়ে অজানা তত্ত্বের ওপর।
উদ্ভাসিত হয় নতুন দিগন্ত।
ফোটন কণার অস্তিত্ব তাঁরই মস্তিষ্কপ্রসূত।
বিশেষ আপেক্ষিকতা তত্ত্বও তাঁর উদ্ভাবন।


তিনি চেয়েছিলেন
     আলোর সিঁড়িতে পা দিয়ে
            বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমণ করতে।
তার কল্পনা আজ বাস্তবায়িত।
মানুষ চাঁদে পা রেখেছে,
        মঙ্গলেও পাঠিয়েছে যান।

‘ভগবান কখনও জুয়া খেলেন না’
         খেলে মানুষ, জন্তুও না।