*
অন্ধকারে যত দাপট আলোয় তত ভয়
রাতবিরেতে তাইতো বেরোয় মোটেও মিছে নয়।
নামের সাথে ভয় জড়ানো, স্কন্ধকাটা ভূত!
রাস্তা ওকে কে যে দেখায়, বোধহয় ভূতের পুত।


সন্ধ্যে হলে গাঁয়ের পথে চলা বিষম দায়
ত্রিফলা নাই পথের পাশে আঁধার গিলে খায়।
ঝোপের ভিতর শিয়াল ডাকে নড়ে বাঁশের ঝাড়
ধুকুসপুকুস পরান তখন ফিরাই নাকো ঘাড়।


কেউ যদি না সঙ্গে থাকে পড়বে দ্রুত শ্বাস
হারিকেনটা নিবে গেলেই ঘনায় সর্বনাশ।
তখন যদি পড়তে থাকে চড়বড়াবড় শিল
ভূতের ভয়ে কাহিল দশা ঘর-ফেরা মুশকিল।


গায়ের পোশাক ভিজে কাদা চোখের কোণে জল
তখন যদি মা এসে যায় ফিরবে মনের বল।
ভূতের সাথে লড়া কঠিন গায়ে ভীষণ জোর
কখন যে ঘাড় মটকে দেবে বিপদ ঘনঘোর।