শান্তি-নোবেল প্রাপক আন সান সুকি
এবার বর্তেছে দায় মর্যাদা রক্ষার
রহিঙ্গারাও মানুষ, আছে অধিকার
মায়ানমারে থাকার, জীবনের ঝুঁকি
নিয়ে সীমান্ত পেরিয়ে আজ মুখোমুখি
সীমাহীন দুর্ভোগের, অনিশ্চয়তার,
কে জোগাবে বাসস্থান দুমুঠো আহার
নির্বিচারে নরহত্যা, তুমি কত সুখী!


প্রতিটি প্রাণীর আছে এই পৃথিবীতে
নিজস্ব জীবনশৈলী অনুযায়ী বেঁচে
থাকার যে অধিকার, চাও কেড়ে নিতে!
বুলেটের ফোয়ারায়, রুদ্ররোষে নেচে।
কী দিয়ে ঢাকিবে লজ্জা, ফিরাও ওদের
বিশ্বকে দেখিয়ে দাও, প্রেম অন্তরের।