অগ্নিস্ফুলিঙ্গ বুকে নিয়ে
     নিরন্তর ছুটে বেড়িয়েছ
আর্জেন্টিনা থেকে কিউবা,
     কিউবা থেকে মেকসিকো,
           মেকসিকো থেকে বলিভিয়া।
উল্কার বেগে চষে বেড়িয়েছ
            লাতিন আমেরিকার কত দেশ।
সর্বত্রই ছড়িয়েছ
         সমাজতন্ত্রের অমোঘ বাণী।
মার্কিনদের চোখরাঙানি উপেক্ষা করে
            চালিয়েছ দুদ্ধর্ষ গেরিলা অভিযান।
নিপীড়িত বঞ্চিত মানুষের বেদনা
         বারবার ক্ষতবিক্ষত করেছে
                তোমার সংবেদনশীল চেতনাকে।
প্রশ্ন জেগেছে মনে-
       কৃষক শ্রমিক কেন পাবে না
                   তাদের ন্যায্য প্রাপ্য।
তোমার অদম্য ইচ্ছাশক্তি,
            অনমনীয় দৃঢ়তা
                         সাফল্যের রাস্তা দেখায়।
সকল বাধা অতিক্রম করে
               পেয়েছ কাঙ্ক্ষিত ধন।
স্বপ্ন দেখেছ, তাকে বাস্তবে রূপায়িত করেছ।
এর পুরস্কার তোমার জন্য
                  অধীর আগ্রহে প্রতিক্ষায় ছিল।
হিংস্র শ্বাপদের ন্যায় শত্রুরা
                বলিভিয়ার গভীর জঙ্গলে
বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দিল
                   তোমার বিপ্লবী আত্মাকে।
এভাবে কখনও বিপ্লবীকে ধ্বংস করা যায় না।


           চে-রা হারায় না,
               বেঁচে রয় অনন্তকাল।
                           চে-রা অমর।