গাইছে কে ওই মাটির গান
লক্ষ শ্রোতার সজাগ কান।
ওঠে আগুন জ্বলে
হৃদয়ে ঢেউ তোলে
ফকির বাউল বব ডিলান
এমনই তাঁর মাটির টান।


গানের কলি মাথায় এলে
মোহিনী সুর চিত্তে খেলে।
ঝংকৃত হয় ধ্বনি
গীটারে তক্ষুনি
ঘুমনো ফুল পাপড়ি মেলে
সংগ্রামী এক দামাল ছেলে।


বুলেট সম লহর ছোটে
বঞ্চিতদের চক্ষু ফোটে।
বাড়ায় মনোবল
চল এগিয়ে চল
শ্রমিক কৃষক গর্জে ওঠে
শাসকশ্রেণির নিন্দা জোটে।


হিড়হিড়িয়ে টানছে জোরে
শিল্পী ডিলান বাহির ক’রে।
ভাঙবে নকল গড়
চিত্তে তুমুল ঝড়
জমাট তুষার নামছে ঝরে
সাধ্য কী যে রুখবে ওরে।