*              আমি প্রিয়াঙ্কা বলছি


  ফিরব বাড়ি স্কুটি চড়ে এসে দেখি ফুটো টায়ার
অমানুষে আস্থা রাখি এক্ষুনি সারানো দরকার।
একা আমি ওরা তো চার পশুর গায়ে শক্তি বেশি
  নারী সম্পদ নিল লুটে ওদের মধ্যে রেষারেষি।


অসৎকর্ম ঢাকার জন্য পুড়িয়ে দিল আমার দেহ
    সেবাধর্ম ব্রত আমার বক্ষজুড়ে অগাধ স্নেহ।
আমার মতো ওদের ঘরে জায়া-কন্যা-মাতা আছে
ওদের কথা ভাবছি আমি ফিরবে এরা তাদের কাছে।


টের পাবে না একটুকুও পাবে যখন পড়বে ধরা
কাগজ পড়ে চমকে যাবে ঘরের মানুষ হিংস্র বরা!
আমার মতো কোনো নারীর হয় না যেন এমন দশা
যারা আমায় করলো এমন তাদের পিঠে পড়ুক কশা।


   এমন শাস্তি দিতে হবে দেখে যেন শিউরে ওঠে
   সুব্যবস্থা করো যাতে নির্বিবাদে কুসুম ফোটে।
অনেক বাতি জ্বালবে জানি কী ফল পাবে শূন্য শূন্য
    প্রথমে চাই শুদ্ধিকরণ হয়ো নাকো মনঃক্ষুণ্ণ।