অমীর খসরু
অজিত কুমার কর


সুরলোকের সমুজ্জ্বল তারা
বিধাতার সন্তান
ধন্য আমরা তোমার পরশে
অবদান সুমহান।


বাজালে সেতার, কণ্ঠে তারানা
সুরের জাদুতে  চুপ
পাখোয়াজ কেটে তবলা বানালে
অনন্য অপরূপ।।


রাগ রাজগিরি পূর্বী জীলক
হৃদয় করেছে জয়
আড়া-চৌতাল ঝুমরা ত্রিতাল
রয়ে যাবে অক্ষয়।


তোমার গজলে হয়েছে মোহিত
ওমরাহ্‌ বাদশাহ্‌
খলজী সাহেবের জলসাঘরে
সুরের শাহনশাহ্‌।


চির অমলিন সৃষ্টি তোমার
ভুলবে না কোনোদিন
কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হবেই
রেশ রবে চিরদিন।