মাটির প্রদীপ পরিবেশ বান্ধব
নরম আলোয় উঠুক ভরে দেওয়ালি উৎসব।


সাবেক জিনিস ঐশ্বর্যে ভরপুর
কুটিরশিল্প মাটির তৈজস বাংলার কোহিনুর।


বাজি পটকায় পরিবেশ দূষণ
রোগী শিশু বৃদ্ধ বৃদ্ধার অতিষ্ট জীবন।


বাজির শব্দে খুশিতে ঝকমক
অপর জনের পক্ষে খুবই যন্ত্রণাদায়ক।


আদেশ দিয়ে ক্ষান্ত ন্যায়ালয়
ভঙ্গ করতে সিদ্ধহস্ত ঘটায় বিপর্যয়।


বীভৎসতায় সন্ত্রস্ত ভীত
ভর্তি হ’লো কত মানুষ তা নয় কাঙ্ক্ষিত।


দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক
সর্বাগ্রে চাই সাবধানতা, অন্তর মানবিক।


সুস্থ সবল স্বাভাবিক মানুষ
যায় না দেখা সচরাচর, সেদিকে নাই হুঁশ।