টাপুরটুপুর              মুখর দুপুর
       পড়ছে ঝরে ছন্দেতে
কদমকেশর            কী মনোহর
        মন ভরাল গন্ধেতে।


গ্যাঙর গ্যাঙর          ব্যাংটাকে ধর
         কচিরা কয় উল্লাসে
দেয় না ধরা           লাফায় ত্বরা
       ভরা শাওন ওর পাশে।


সন্ধ্যামণি               প্রমাদ গনি
       ফুটিস কেন সন্ধেতে
জানিস না তুই         কামিনী জুঁই
    সকাল থেকে রয় মেতে।


হাসনুহানা             সবার জানা
      হলেও খুবই ক্ষুদ্র সে
সুবাস ছড়ায়          হৃদয় ভরায়
    মৌমাছি তাই রয় বসে।