*
কোনটা সাগর কোনটা আকাশ জড়িয়ে একাকার
   বর্ণালী আজ এক করেছে রূপের কী বাহার!
              তীরে যত গাছগাছালি
           দাঁড়িয়ে আছে দীপক জ্বালি
রংয়ের অভাব নেইকো কোথাও হলদে নীল ও লাল,
            চরের বালি ঊষর ডাঙা
             নুড়ি পাথর, তাও রাঙা
       দিনমণি নিদ্রা যাবে রঙিন চক্রবাল।
দাঁড়িয়ে আছি সাগরবেলায় ওই দেখা যায় ঘর
    ঘরের রংও বদলে গেছে, প্রিয়তির অধর।


    সাগরবুকে ছলাৎ ছলাৎ ভাঙছে তীরে ঢেউ
   মনেও আমার রং ধরেছে, ডাকল যেন কেউ।
             অমনি আমি ফিরে দেখি
              রংয়ের ছটা নয়নে কী
     কত দিনের চেনা যে সে উদ্বেলিত মন,
          এ তো আমার উপরি পাওয়া
             মনকাননে দখিন হাওয়া
  সাগরবেলা নয়কো এটা, হোলির বৃন্দাবন।
      স্বর্গীয় এক অনুভূতি স্নিগ্ধ পরিবেশ
   বর্ণালীতে ঝিকিমিকি আনন কাজল কেশ।