আয় রে তোরা দেখবি যদি
প্রজাপতির রংবাহার
চোখ জুড়োনো চিত্র আঁকা
ধরায় জুড়ি নেই রে আর।


কাঠবিড়ালী লেজ দুলিয়ে
কুটুর কুটুর যখন খায়
বাহারি লেজ দেখতে দারুণ
এদিক-ওদিক কেমন চায়।


টিয়াপাখির বক্র ঠোঁটে
লাল দোপাটি আলতা রং
ঝাঁকে ঝাঁকে উড়বে যখন
দেখতে পাবি নানান  ঢং।


পিউ কাঁহা ডাক দিয়ে ওই
বলছে কী বল পাপিয়া
বউ-কথা-কও জবাব দিল
‘বাসাতে নেই ওর প্রিয়া।’