@                অনন্য উপহার
                 অজিত কুমার কর


যা উড়ে যা মেঘবালিকা ভিজিয়ে দে ওর চিত্ত
  হৃদয় এখন থর-সাহারা প্রাণ বিহনে রিক্ত।
             শিউলিরানি তুইও যা-না
              সঙ্গে যাবে হাসনুহানা
  দেখবি গিয়ে বর্ষারানি করেছে মন সিক্ত।


   এসব কথা শুনতে পেল খঞ্জনা মৌটুসী
এরাও যাবে সঙ্গে ওদের উথলে ওঠে খুশি।
             রইল না আর ঊষর ভূমি
            ভিজিয়ে দিল তা মৌসুমী
বলল ওরা, 'উজাড় করে, প্রকৃতিকেই তুষি'।


    বসন্ত নয় গাছের পাতায় বসন্ত নয় বনে
কী না পারে ফুল ও পাখি, রং ঢেলে দেয় মনে।
              দুঃখীর মুখে ফোটায় হাসি
               যেন শিউলি রাশি রাশি
কোথাও কিছুর রয় না অভাব ভরায় ক্ষণে ক্ষণে।


   এটা আমার জানাই ছিল বাঁধবে ওরা জুটি
  তোমার সাথে মাঝে মাঝে করবেও খুনসুটি।
            কুহু কুহু ডাকবে কোকিল
           জাগবে মনে সুখ অনাবিল
   প্রিয়তিও তোমার পাশে আসবে গুটিগুটি।