অধরে তোর অমল হাসি
দুলছে কানে ঝুমকো দুল
গন্ধ ছড়ায় শিউলি রাশি
পদ্মলোচন কাজল চুল।


জ্যোৎস্না ছড়ায় পূর্ণিমা চাঁদ
ছলকে ওঠে সাগর জল
পেতেছে আজ মায়াবীফাঁদ
উঠবে বেজে ঢোল মাদল।


আনন্দ তার এক সাহারা
প্রভাত যেন না হয় রাতি
নভের বুকে অযুত তারা
রাখবে জ্বেলে আপন বাতি।


প্রজাপতির মন পেয়েছি
চাহিদা তো একটি কণা
যেটুক দিলে তাই নিয়েছি
তুলনাহীন এই দ্যোতনা।