***************************
             অন্তহীন পথে পাড়ি
             অজিত কুমার কর


প্রভাতবেলা জানলা দিয়ে মারল উঁকি কাশ
জানিয়ে দিল পূর্ণ করো গোপন অভিলাষ।
              থাকনা পড়ে কাজ
              বাইরে যাবো আজ
ঠিকানা সেই চাঁদের পাহাড়, ভাবছো উপহাস
পাচ্ছো না কি ব্যাকুল করা শেফালিকার বাস।


পাখনা মেলে জমাই পাড়ি মন মানে না বশ
আকাশজুড়ে প্রাণের সাড়া ছলকে পড়ে রস।
             মন হারাতে চায়
            নীলের নীলিমায়
  রামধনু রং মাখবো গায়ে উড়বো অনলস
অবাক হয়ে দেখুক চেয়ে নাই বা ক'রল যশ।


  সামনে পিছে মেঘের ভেলা উড়ছে যেন বক
কাশের মতো সফেদ ডানা আলোতে ঝকমক।
              আকাশ নীলে নিল
               সাগর জলে মিল
    উচ্ছ্বাসে তার মুহুর্মুহু বিধৌত হয় রক
জীবন দ্রুত এগিয়ে চলে ভেঙে বাঁধন ছক।


   অসীম আকাশ তারকালোক স্বপ্নালু রঙিন
থামবো নাকো উড়েই যাবো এ পথ অন্তহীন।
                  শুভ্র পাহাড় বন
                   নিশচল নির্জন
কীসের টানে হচ্ছে এমন মন আজ উদাসীন
কার হৃদয়ের ছোঁয়া পেয়ে উঠলো বেজে বীন।
******************************************