অন্তরালে ঘুণ
অজিত কুমার কর


মুখ ফিরালে দেখামাত্র
যেন দেখলে ভূত,
দেখে আমি হই হতবাক
ছ'বছর পর এখন তুমি
দেখতে পেলে খুঁত!


দোষ আর গুণ একই দেহে
দেখছি অহর্নিশ,
প্রাণিজগত এমনতরো
কোনও গাছের ফলে সুধা
শিকড়ে তার বিষ।


অকারণেই বাছাবাছি
আছড়ে পড়ে ঢেউ,
শান্ত করো মনকে তোমার
পরিশেষে দেখতে পাবে
নিকটে নেই কেউ।


যেদিন হাতে গোলাপ দিলাম
মাস ছিল ফাল্গুন,
ভালবাসা খাঁটি আমার
এতদিন পর দেখতে পেলাম
অন্তরালে ঘুণ!


© অজিত কুমার কর