পাথর কত কী জানে করে কানাকানি
কত কথা লেখা গায়ে বোঝা নাহি যায়
বয়স বছর কোটি সেটা বেশ জানি।


নদীর স্রোতের টানে সবেগে গড়ায়
তারপর কিছুদিন ওখানেই স্থির
উঁচু থেকে পাদদেশে অনায়াসে ধায়।


নুড়ি দিয়ে সেতুবন্ধ হনু মহাবীর
নিদর্শন চোখে পড়ে জলের অতলে
ভাসমান শিলাখণ্ড, ভারী বেশি নীর।


কেউ দেখে আজীবন সাগরের জল
ঝিনুকের সাথে তার লুকোচুরি খেলা
প্রাণীর আশ্রয়স্থল, মায়ের আঁচল।


নুড়ি দেখে স্থলভাগে করি হেলাফেলা
কথোপকথন চলে নিত্য সারাবেলা।