#                 অন্তরের টান


  যদি দেখ ফুল ফুটেছে তোমার বাগিচায়
অনেক কুঁড়ি ঘুমিয়ে আছে অতুল গরিমায়,
                  হয়ো না বিস্মিত
                 শ্রম দিয়ে অর্জিত
পাপড়ি-পাতায় ওদের রঙে লেখা একটি নাম
বুঝবে আমি জল দিয়ে যাই এ তার পরিণাম।


   যদি শোনো রাত্রিশেষে পাখির কলতান
ঘুম ভাঙাবার জন্য গেছে, কোথায় অবস্থান!
                  দেখো জানলা খুলে
                   বসছে ফুলে ফুলে
  প্রতিক্রিয়া জানার জন্য একজনই উৎসুক
ভেবে নিয়ো সে'জন শারি হাসবে কখন শুক।


@অজিত কুমার কর