আন্তরিক হওয়ার আহ্বান
অজিত কুমার কর


সারাদিন রাত চোঙা থেকে
শব্দ বেরোয় অনর্গল,
সঙ্গে দোসর ডিজের দাপট
দুর্বিষহ হৃদ-বিকল।


শব্দবাজির বিলোপ হবে
হলে সবাই আন্তরিক,
মোমের আলো, প্রদীপ-শিখায়
উঠুক ভরে চতুর্দিক।


পুজোর সময় খুব সীমিত
ঠিক সময়ে হয় না শেষ,
কীসের জন্য দীর্ঘস্থায়ী!
বাড়ে অনেক প্রাণীর ক্লেশ।


পরিবেশের যত ক্ষতি
করছে কেবল এই মানুষ,
মমত্ববোধ জাগিয়ে তুলে
আসুন সবাই ফিরাই হুঁশ।


আচমকা এক শব্দবাজি
উঠলো কেঁপে আমার বুক,
যে ফাটালো আনন্দ তাঁর
পড়ল চোখে গোলাপ-মুখ।


শব্দ শুনে খাওয়া স্থগিত
পশুপাখির আতঙ্ক,
এদিক-ওদিক পালায় ভয়ে
কোথায় গেলে নিঃশঙ্ক?


© অজিত কুমার কর