*
যুদ্ধক্ষেত্রে যদি মরি         পাঠিয়ো শব বাক্সে ভরি
              দেশের জন্য শহিদ হবো
               একটুও না আমি ডরি।


শংসাপত্র পদক যতো       রেখেছি যা যত্নে কতো
              বুকের ‘পরে শুইয়ে দিয়ো
               নিদ্রা যাবে আমার মতো।


বলে দিয়ো আমার মা কে  বলে গেছে খোকন তাকে
                লড়েছে সে বুক চিতিয়ে
                রণাঙ্গনে দেশের ডাকে।


দেবো না আর দুখ কখনো  ভরাবো না ব্যথায় মনও
                   শির উঁচিয়ে হাঁটবে বাবা
                    সত্যপথে নয় পিছনো।


ভালো করে পড়বি রে ভাই অগ্রগতির সোপান ওটাই
               মোটরবাইক এখন তোরই
               এবার আমি ঘুমোতে যাই।


আমার এ ঘুম ভাঙবে না বোন বলছি যা আজ মন দিয়ে শোন
                    ঝরা ফুল কি কভু ফোটে
                  সে তো কেবল ভরায় উঠোন।


প্রিয়া তুমি কেঁদো না আর   জনম জনম রইবো তোমার
                মৃত্যুকে ভয় পায় না সেনা
                 সৈন্য হবো জন্মে আবার।


                          *****
(এক সেনার লেখা ইংরেজি কবিতা  অবলম্বনে।
সূত্র – ফেসবুক। সৌজন্যে – পার্থ সিনহা )