অনুক্ষণ গুঞ্জরন
অজিত কুমার কর


'মধু আছে এসো কাছে' ,বলে যেন ফুল
অলি গুঞ্জে কুঞ্জে কুঞ্জে মঞ্জরি আকুল।
চলো বনে দুই জনে হাতে হাত রাখো
কথা বলো কী যে হলো কেন দূরে থাকো।


শনশন সমীরণ মধুর দুপুর
গায়ে শাল গাঢ় লাল শুনি কুহু সুর।
কী তোমার বা আমার অভিন্ন বাসনা
নিরালাতে দুজনাতে সারা আলোচনা।


কবরীতে গুঁজে দিতে এনেছি পলাশ
কেন লাজ পাবে আজ চাঁপার সুবাস।
ফুটে আছে গাছে গাছে কুসুম শিমুল
চাঁপা কানে পরিধানে রক্তিম দুকূল।


ওগো রানি অভিমানী করিব ভঞ্জন
যত মান, প্রতিদান চাই শ্রেষ্ঠ ধন।
অস্তাচলে গেলে চলে নামে অন্ধকার
দেরি নয় বিনিময় তোমার আমার।


র'ব সুখে র'ব দুঃখে জড়িয়ে তোমায়
ধরে হাল তুলে পাল মাঝ দরিয়ায়।
সূর্য সাক্ষী ময়ূরাক্ষী যত তরুলতা
এ আমার অঙ্গিকার অব্যর্থ এ কথা।


© অজিত কুমার কর