*                 অনুপম অনুভূতি


শীত-বিকেলে টোটোয় চড়ে পাড়ি ক্ষীরাই-তটে
    হেঁটে হেঁটে পেরোই নদী স্টেশন সন্নিকটে।
               পায়ে পায়ে এগোই যত
               ফুলের হাসি দেখছি তত
  ওদের রঙে আমরা রঙিন আঁকছি মানসপটে।


      পদ্মাপারের বন্ধু কবি সর্বদা তৎপর
   আগেভাগেই বানিয়েছে সরষেখেতে ঘর।
            পাশেই আছে মোরগ ঝুঁটি
            চলছে এখন শীতের ছুটি
জারবেরা জুঁই হলদে গাঁদার পরম সমাদর।


ফুলকাননে ভ্রমর ওড়ে আর ওড়ে মৌমাছি
প্রজাপতি জানিয়ে দিল 'আমিও সাথে আছি।
             দুই বাংলার দুজন কবি
            আঁকছ লিখে ফুলের ছবি
আগামীকাল চলে এসো খেলব কানামাছি।'


সাধ্য কী যে আটকে রাখি, আমার বাউল মন
    সর্বদা তো ফুড়ুৎ ফুড়ুৎ মানে না বন্ধন।
            এ মন ঢাকা পৌঁছে গেছে
            দুয়ার খোলো, কে এসেছে
    কতবার যে আসে যায় ও' দুরন্ত এমন!


@অজিত কুমার কর