*               অনুরাগের ছোঁয়া
                 অজিত কুমার কর


আমার যখন একুশ ছিল তোমার তখন এইটটিন
মোহিল সুরে 'তুমি আমার-' দিবারাত্র বাজত বীন।
                এক পলকে একটু দেখা
                উঠত নেচে কাজলরেখা
  প্রথম দেখা দিঘার চরে রঙিন ছিল সেসব দিন
আমার যখন একুশ ছিল তোমার তখন এইটটিন।


  ইতস্তত করছি দেখে হচ্ছিল ঠিক তোমার রাগ
আমার চোখে ভাসছে তখন প্রস্ফুটিত নিশাত বাগ।
               এগিয়ে এলে পা পা করে
                গোলাপহাসি ওই অধরে
  আমিও যাই তোমার দিকে পলাশরাঙা অনুরাগ
সেই তো প্রথম মুখোমুখি সেদিন ছিল পয়লা মাঘ।


  কী দিয়ে যে করব শুরু ভেবে তখন পাইনি কুল
বাড়িয়ে দিলাম তোমার দিকে যত্নে রাখা গোলাপ ফুল।
                গন্ধ শুঁকে রাখলে বুকে
                  চক্ষু মুদে একটু ঝুঁকে
আমার নজর তোমার দিকে সুবিন্যাস্ত মাথার চুল
কী দিয়ে যে করব শুরু ভেবে তখন পাইনি কুল।


'আমি শমীক', 'আমি শ্রেয়া' এটাই প্রথম পরিচয়।
   সবিস্ময়ে অভিভূত, আমার প্রতি কেউ সদয়।
               সামনে অতল ফেনিল সাগর
              শেষ বিকেলের ওম-মাখা কর
জানতে চাইনি কিছুই তোমার দৃষ্টিপাতে চিত্ত জয়
কথায় কথায় কাটল সময় কখনো তা ভোলার নয়।