#               অনুরণন


      শ্রাবণের উপহার কদম্ব কামিনী
   আকাশে কাজল মেঘ গুমোট গরম।
ময়ূর পেখম তোলে ময়ূরী বেদনা ভোলে
   স্বর্গীয় সুষমা এ কী, অতি মনোরম
   সহসা বজ্রপতন হাসে সৌদামিনী।


        শ্রাবণে পিছল পথ উতলা এ মন
     ময়ূরের কেকাধ্বনি, বৃদ্ধি অস্থিরতা।
শিঞ্জিনী বাজে না কেন প্রহর কাটে না যেন
   তুমি ছাড়া কেবা আর বোঝে মর্মব্যথা
    তন্ত্রীতে তন্ত্রীতে চলে ঘূর্ণি আস্ফালন।


##অজিত কুমার কর