অন্য এক গন্ধ
অজিত কুমার কর


ছবির পাশে মিষ্টি ছড়া
অতি যত্নে কবির গড়া
কখন পাব হাতে,
বইমেলাতে যাব কবে
পছন্দসই কিনব তবে
ভাবছি শুয়ে রাতে।


উঠে পড়ি মায়ের ডাকে
শুধাই আমি তখন মা কে
ডাকলে কেন ভোরে?
আমার সাথে মেলায় যাবি
মুখ ধুয়ে আয় মুড়ি খাবি
ডেকেছি তাই ওরে।


সেজেগুজে বেরিয়ে পড়ি
পাঁশকুড়াতে ট্রেনে চড়ি
উত্তেজনা কতো,
বাসে চড়ি হাওড়া গিয়ে
যাচ্ছে মেলায় যাত্রী নিয়ে
কেউ বা আমার মতো।


তাকের ওপর হাজারো বই
খুঁজছি আমি পছন্দসই
কিনছি ঘুরে ঘুরে,
আনন্দ আজ বাঁধনহারা
হয়ে গেলাম আত্মহারা
ছন্দছড়ার সুরে।


© অজিত কুমার কর