একবারও কি হয় না মনে কমাই একটু জাঁকজমক
খুব বেশি কি খামতি হ’তো থাকতো না কি সেই চমক?
অপুষ্টিতে ভুগছে মানুষ খিদের জ্বালায় মরছে লোক
ওদের জন্য কেউ কি কভু প্রকাশ করে দুঃখ শোক?


পূজাপার্বণ লেগেই আছে শেষ হয়েও হয় না শেষ
খরচাপাতির বাড়ছে বহর, ভারতবর্ষ গরিব দেশ।
শব্দদানব দাপিয়ে বেড়ায় কানের পর্দা ফর্দাফাই
হাউই ছাড়ে, বাজি ফাটায়, পরান বলে কোথায় যাই।


কী নেই ঘরে, সবই আছে, তবু মানুষ কিনতে যায়
না কিনে কী রক্ষা আছে, বলবে ‘কেন বোনাস পায়?’  
সবটা যদি খরচ করে দুঃসময়ে দেখবে কে
আত্মসুখের জন্য কি সব, জীবসেবা করবে কে?


অনাড়ম্বর জীবনযাপন, ভাবনাটা কি খুবই ভুল
কানে গেলেই আসবে তেড়ে দেখতে হবে রঙিন ফুল।
বিসর্জনও বাড়ায় দূষণ গঙ্গামাতার বাড়ায় দুখ
পূজার সংখ্যা কমিয়ে দিলে পেত না কি মানুষ সুখ?