অপার করুণা


তোমার কৃপা বর্ষিত হয়
            বিপন্নদের শিরে
যায় না চেনা আস ছদ্মবেশে
            দুর্বিপাকে, কাতর ডাকে
                          দাঁড়াও পাশে এসে।
    স্মরণ করি চক্ষু মুদে আমি
    প্রভু আমি নিত্য অনুগামী
দীনের অর্ঘ্য নগণ্য ফুল
            রাখি চরণতলে
কপোল তখন অশ্রুতে যায় ভেসে
দুর্বিপাকে, কাতর ডাকে
                          দাঁড়াও পাশে এসে।


গর্ব যদি চোখে পড়ে
            চূর্ণ কর প্রভু
না দাঁড়ালে কোথায় যাব ভেসে
দুর্বিপাকে, কাতর ডাকে
                           দাঁড়াও পাশে এসে।
    জীবননদে যখন তুফান ওঠে
    প্রস্রবনের মতোই তখন ফোটে
আসবে না কেউ হাত বাড়িয়ে কাছে
দরিদ্র যে, দুর্ভাগা এই দেশে
দুর্বিপাকে, কাতর ডাকে
                            দাঁড়াও পাশে এসে।