অপচয় ডাকে বিপর্যয়
অজিত কুমার কর


মাত্রাতিরিক্ত ভোজন ডাকে বিপর্যয়
হৃৎপিণ্ড আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য
যদিও কঠিন কাজ লোভ সংবরণ
বিপদ অবশ্যম্ভাবী যে করে অগ্রাহ্য।


ভূগর্ভস্থ পেয়-জল ক্রমহ্রাসমান
ওদিকে তোয়াক্কা নেই ঝরে অবিরাম
পরিণাম ভয়ংকর অদূরে দুর্দিন
বিন্দু বিন্দু জলে দিতে হবে চড়া দাম।

দেখেও দেখে না কিছু এত নির্বিকার
কেন যে মানবজাতি দূরদৃষ্টিহীন
ভবিষ্যৎ প্রজন্মের মেটাবে কে তৃষা
কেন কর অপচয় ওরে অর্বাচীন।


ভাত-রুটি নাই পাই জল চাই আগে
জলের বিকল্প নেই এই ধরণিতে
শিশুর অপরিহার্য তাঁর মাতৃদুগ্ধ
চাতকের তৃষা মেটে কেবল বৃষ্টিতে।


আস্তাকুঁড় ভরে ওঠে উচ্ছিষ্ট খাবারে
অথচ বুভুক্ষু যারা পায় না খাবার
আলোকমালার পাশে গহিন তমসা
দৃষ্টিকটু বৈপরীত্য আত্মগরিমার।


© অজিত কুমার কর