দেবতা বিরূপ কেন দিলে না দর্শন
নিমেষে করিলে গ্রাস পাহাড়ের কোলে
কে তবে করিবে বল দুষ্টের দমন
তবে কি মানুষ রবে শামুকের খোলে?
এহেন বৈরিতা কেন জীবন সংহার
কী বারতা দিতে চায় ওরাও কি জানে?
নাকি শুধু নাশকতা, সে আদেশ কার!
জ্ঞানগর্ভ নীতিকথা পশিবে না কানে।


কুপথে চালিত করে, তারা কি মানুষ?
অলীক স্বপ্ন দেখায় বেহেস্তে যাবার
এমনি নির্বোধ ওরা জলাঞ্জলি হুঁশ
অতল গহ্বরে ডোবে রুখে সাধ্য কার।
মনুষ্যনিধনে হয় কী লক্ষ্যপূরণ!
পাপের কলশ পূর্ণ ব্যর্থ এ জীবন।