মহা ভাবে পরিপূর্ণ শিক্ষা-দীক্ষা-জ্ঞানে  
বিলাসী যাপন ত্যাগ বনানীর দাস
অরণ্যের প্রতি প্রেম মগ্ন সদা ধ্যানে
বৃক্ষ-লতাপাতা-প্রাণী সাথে সহবাস।
এ যে নৈসর্গিক প্রেম অন্তরে সুষমা
সর্বদা নজর রাখে নেই অবকাশ
অপ্সরা অরণ্যরানি তাঁর প্রিয়তমা।


মানুষ কত কী জানে কেন যে এমন
নির্বিচারে ধ্বংস করে কুড়ুলের কোপে
‘হত্যা ক’রো না ওদের’- অরণ্যে রোদন
প্রবেশ করে না কানে উড়ে যায় তোপে।
বিলুপ্তির দেরি নেই আসন্ন বিপদ
লাগাও, বাঁচাও প্রাণ হত্যা ক’রো রদ।


(অরণ্যপ্রেমী 'ভালোপাহাড়'-এর প্রাণ
শ্রী কমল চক্রবর্তী-র উদ্দেশে)