আর্তের আর্তি


কোথায় তুমি নেই তো পাশে ভুলে গেলে অঙ্গীকার
এখন আমি শয্যাশায়ী সহায়তা চাই তোমার।
জীবন আমার বদলে গেছে কুয়াশাময় ভবিষ্যৎ
কীভাবে যে এগিয়ে যাব দেখাবে কে আমায় পথ।


দুঃসময়ে হাত বাড়াল মানবতার অগ্রদূত
শত বাধা তুচ্ছ করে, ধরার মানব অবধূত।
পেলাম শীতল করস্পর্শ, যার জঠরে সৃষ্টি প্রাণ
মানবরূপী ভগবানই করল আমায় জীবনদান।


জীবনসাথির এমন সংজ্ঞা পেলে কোথায় জানতে চাই
মমত্ববোধ কোথায় গেল, আচরণে চিহ্ন নাই।
সূক্ষ্ম অনুভূতিগুলো দাম্ভিকতায় আজ লোপাট
সবার ওপর ঘোরাও ছড়ি ভাবনা যেন লাটের বাট।


একই নদী নৌকা দুটো ভিন্ন তাদের অভিমুখ
অদর্শনে কাটে সময় প্রচুর অর্থ কোথায় সুখ?
এমন করেই কাটবে প্রহর এই জীবনের সিংহভাগ
সুখপাখিটা মুঠোফোনে হাওয়ায় ভাসে অনুরাগ।


© অজিত কুমার কর