জেতার জন্য জন্ম তোমার হারার জন্য নয়
দুঃসাহসী অরুনিমা, করলে বিশ্বজয়।
দামাল ভীষণ, স্বপ্ন-ঘোড়া দিগ্বিজয়ী মন
অসাধ্য কাজ রুখে দেওয়া এমন উত্তরণ।


সফলতার চাবিকাঠি প্রতিজ্ঞা আর জেদ
দুর্দম্য উচ্চাকাঙ্ক্ষা জমতে দেয় না খেদ।
সকল বাধা তুচ্ছ করে ছুটছে বেগে রথ
তেজোদ্দীপ্ত পদক্ষেপে প্রশস্ত হয় পথ।


খেলাধুলায় পারদর্শী দীনের চেয়েও দীন
তা বলে কি পিছিয়ে যাবে, এমন আশা ক্ষীণ।
জীবনযুদ্ধে হার মানেনি এক পা-ই সম্বল
দুষ্কৃতীদের নৃশংসতায় প্রোজ্জ্বল তাঁর বল।


এম্পিউটেড পা নিয়ে তাঁর বিজয় এভারেস্ট
ওখানেই সে যায়নি থেমে হবেই সে যে বেস্ট।
মাউন্ট ভিনসন ম্যাসিফও জয় তুষার ধবল দেশ
আরও কত করবে বিজয় এখানেই নয় শেষ।


বিশ্ববাসী জানায় তোমায় হাজারো কুর্নিশ
তোমায় দেখে প্রেরণা পায় মানুষ অহর্নিশ।


(সহমর্মিতার সংবেদন)