যেমন মাতা তেমনি কন্যা আশাপূর্ণা নাম
অনাড়ম্বর জীবনযাপন, নয়নাভিরাম।
ঠাকুরমাই শিক্ষাগুরু তাঁর যে অশেষ গুণ
ধৈর্য ধরে নাতনি শোনে পাশে মাঠাকরুন।


সময় কাটে চার দেয়ালে বাধা দুর্নিবার
শিক্ষাগ্রহণ চলত রোজই রুদ্ধ গৃহদ্বার।
খাতার পাতা উঠল ভ’রে লিখল নিরন্তর
ছোটগল্প উপন্যাসে ভরালো অন্তর।


মনরাঙানো 'বকুলকথা' পড়ছে বারংবার
পাঠকেরই প্রাণের কথা নয়কো কারও আর।
অদ্বিতীয়া আশাপূর্ণা বিশ্বপিতার দান
সুখ্যাতি তাঁর চতুর্দিকে বাড়ল দেশের মান।


মাতাপিতা আর ঠাকুমার অশেষ আশীর্বাদ
পৌঁছে দিল শীর্ষদেশে ভাঙল বাধার বাঁধ।
নামের ভিতর রামধনু রং জোগাবে প্রত্যয়
নির্ভীক যে পাবেই পাবে প্রত্যাশিত জয়।


বঙ্গমাতার স্নেহধন্যা ওড়ালো অঞ্চল
মন্দাকিনী নদীর মতো সর্বদা চঞ্চল।
লেখনি তার জয় করেছে অঢেল পুরস্কার
পদ্মশ্রী আর দেশিকোত্তম, অতুল মণিহার।