অসীম শূন্যতা
অজিত কুমার কর


পলাশের রং গেরুয়া, হলদে
সিঁদুরের মতো টকটক লাল
সব রং আছে সাজিতে আমার
এনেছি কুড়িয়ে তখন সকাল।


বাসনা আমার রাঙাবো তোমাকে
ওই শোনা যায়, 'খোল দ্বার খোল'
কাঁসর-ঘন্টা-খোল-করতাল
পূর্ণিমা তিথি বাংলায় দোল।


ফুটেছে পলাশ-জারুল-শিমুল
বনে বনে যেন জ্বলছে আগুন
তুমি নেই কাছে শূন্য ভুবন
আমার বাঁশিতে বিরহের ধুন।


উড়িয়ে দিলাম জৈব আবির
সদয় বাহক দখিনা পবন
আয়নাতে দেখ কপোল তোমার
রঙের কোলাজ হয়েছে কেমন।


© অজিত কুমার কর