*              আশা-প্রত্যাশা
              অজিত কুমার কর


   উঠেছে প্রভাতে রবি পুবের আকাশে
শিশিরের ফোঁটা হাসে পথপাশে ঘাসে।
                 অপরূপ রূপ
                 সকলেই চুপ
      আনন্দ-উৎসব বাঙালির ঘরে
    অর্থনীতির জালে খুশি পড়ে ঝরে।


       অভুক্ত মানুষের হাহাকার শুনি
    দু'মুঠো অন্ন কোথা, চাই যে এখুনি।
                তবে সার্থক
                অংকের ছক
    দুঃখ ঘুচবে কবে আর কত দেরি
লুকোবো কোথায় ব্যথা দায় আমাদেরি।